রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড বিদ্যৃৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী বিভাগের অধিনস্ত পেট্রোবাংলার একটি কোম্পানি। কোম্পানিটির বিস্তারিত জানতে ভিজিট করুন www.rpgcl.org.bd । কোম্পানিটির বিভিন্ন কার্যক্রমের মধ্যে দুটি কার্যক্রম হলো সরকারী ও বেসরকারী পেট্রোল ও অকটেন চালিত যানবাহন সিএনজি জ্বালানীতে রূপান্তর ও সিএনজি সিলিন্ডার Re-Test কার্যক্রম। এতদ লক্ষ্যে ঢাকায় কোম্পানির দু’টি ওয়ার্কশপ রয়েছে।

দুটি ওয়ার্কশপে দুটি সিএনজি সিলিন্ডার রি-টেস্ট ইউনিট স্থাপিত আছে ।

সেন্ট্রাল সিএনজি ওয়ার্কশপ
নিউ এয়ারপোর্ট রোড, রাজউক প্লট নং-২৭, নিকুজ্ঞ-২
খিলক্ষেত, ঢাকা-১২২৯।
জোনাল সিএনজি ওয়ার্কশপ
ঢাকা-চট্রাগ্রাম মহাসড়ক, রায়েরবাগ
যাত্রাবাড়ি, ঢাকা।

* গ্যাস সিলিন্ডার বিধিমালা-১৯৯১ অনুযায়ী সিএনজি জ্বালানীতে রূপান্তরকৃত যানবাহনে সংযোজিত (টাইপ-১, মেটাল এলয়) সিলিন্ডার সংযোজনের পর প্রতি ০৫ (পাঁচ) বছর অন্তর Re-Test করতে হয়।

** সিএনজি সিলিন্ডার রি-টেস্ট এর মাধ্যমে নির্ণিত হয়ে থাকে এটি ব্যবহার উপযোগি আছে কিনা?

*** সিএনজি সিলিন্ডারের হালনাগাদ Re-Test রিপোর্ট/সনদ প্রতিবছর গাড়ির ফিটনেস গ্রহণ কালে বিআরটিএ তে দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। এতদ বিষয়ে বিআরটিএ হতে একটি সার্কুলার রয়েছে।

জীবন ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সময়মত সিএনজি সিলিন্ডার রি-টেস্ট করুন।

সন্মানিত গ্রাহক, আরপিজিসিএল প্রদত্ত নিম্ন বর্ণিত সেবা হতে আপনারটি বেছে নিন।

RPGCL